হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

by Nur Alam Khan

বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্টের কারণে যানজটের আশঙ্কায় মঙ্গলবার (৬ মে) সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার (৫ মে) রাতে হজ অফিস পরিচালক যুগ্ম সচিব মো. লোকমান হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানদেরর অবগতির জন্য জানানো যাচ্ছে যে মঙ্গলবার (৬ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে।

এতে রাস্তায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই যানজট সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যেসব হজযাত্রী নিম্নোক্ত হজ ফ্লাইটে সৌদি আরব যাবেন, সেসব হজযাত্রীকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222