এক সময় ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ছিল সুনাম, গৌরব ও ধারাবাহিকতা। কিন্তু সময়ের ফেরে সেই পরিচিত দৃশ্য এখন অতীত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হালনাগাদ করা ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ নেমে গেছে দশ নম্বরে, যা গত ১৯ বছরে সবচেয়ে বাজে অবস্থান।
গত এক বছরে টাইগাররা খেলেছে ৮টি ওয়ানডে ম্যাচ, যার মধ্যে ৭টিতেই হেরেছে। একমাত্র জয় এসেছে আফগানিস্তানের বিপক্ষে। এমন হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও—রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে মাত্র ৭৬-এ।
২০০৬ সালের পর এই প্রথম আবার র্যাংকিংয়ের তলানিতে দেখা গেল বাংলাদেশকে। উল্লেখ্য, ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার আইসিসির শীর্ষ দশে জায়গা করে নিয়েছিল টাইগাররা। এরপর ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল—এসবই এসেছে ওয়ানডে ফরম্যাটেই।
২০১৭ সালে বাংলাদেশ উঠে এসেছিল র্যাংকিংয়ের ছয় নম্বরে। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারিয়ে আবারও ছয়ে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু এরপর থেকেই শুরু হয় পতনের গল্প। শেষ পর্যন্ত ২০২৫ সালের হালনাগাদে দশ নম্বরে ঠেকেছে বাংলাদেশের অবস্থান। শুধু জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড রয়েছে বাংলাদেশের পেছনে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, দলের রুটিন পরিবর্তন, কোচিং স্টাফের সমন্বয়হীনতা ও ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ধারাবাহিক ব্যর্থতা এই পতনের প্রধান কারণ। এখন সময় নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণের।
এনএ/