ভারত-পাকিস্তান যুদ্ধ; নিজ দেশের পাশে থাকার ঘোষণা মাওলানা মাদানী ও ওয়াইসির

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই নিজ দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন ভারতীয় মুসলিম সম্প্রদায়ের দুই শীর্ষ নেতা—জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট মাওলানা মাহমুদ মাদানী এবং অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

বিজ্ঞাপন
banner

বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বার্তায় তারা দেশের প্রতি অবিচল সমর্থনের কথা জানান।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, “ভারত আমাদের মাতৃভূমি। এই দেশকে রক্ষা করা আমাদের জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব। জমিয়তে উলামায়ে হিন্দ সবসময় দেশপ্রেম, শান্তি ও ঐক্যের পক্ষে কথা বলেছে। আজ যখন হুমকি সীমান্তে আঘাত হানছে, আমরা ঘোষণা করছি—আমরা আমাদের সৈন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো।”

অন্যদিকে, আসাদুদ্দিন ওয়াইসি বলেন, “পাকিস্তানে সন্ত্রাসীদের আস্তানাগুলিতে আমাদের প্রতিরক্ষা বাহিনীর পরিচালিত হামলাকে আমি স্বাগত জানাই। পাকিস্তানি ডিপ স্টেটকে এমন শিক্ষা দেওয়া উচিত, যাতে তারা আর কখনও ভারতবিরোধী পদক্ষেপ নিতে সাহস না করে। পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করা এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “এই দেশ আমাদের, আমাদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার। জয় হিন্দ!”

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222