আব্দুল হামিদের দেশত্যাগ; ক্ষোভে ফুঁসছেন জুলাই বিপ্লবের নেতারা

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ত্যাগ করেছেন। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে গত বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন। এই গোপন ও তাৎক্ষণিক দেশত্যাগে ফুঁসে উঠেছেন জুলাই বিপ্লবের নেতারা।

বিজ্ঞাপন
banner

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে যে, আবদুল হামিদ রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান এবং সব ধরনের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে দেশের বাইরে চলে যান।

ঘটনাটি সামনে আসতেই জুলাই বিপ্লব ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেতারা একে বিচার থেকে পালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছেন এবং ইন্টেরিম সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন।

জুলাই বিপ্লবের নেতা হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ ধরলেও আদালত জামিন দেয়, এমনকি শিরীন শারমিনকে বাড়িতে গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন?”
তিনি প্রশ্ন তোলেন, এতদিনে ইন্টেরিম সরকার কী ধরনের সংস্কার করেছে?

আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, “হামিদকে বিমানবন্দরে আটকানো হয়েছিল, পরে চুপ্পুর অফিস থেকে ফোন পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই অবস্থায় কি জুলাই বিপ্লবীরা এখনো ইন্টেরিম সরকারকে সমর্থন করবে?”
তিনি স্পষ্টভাবে বলেন, “হয় চুপ্পুকে সরান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন; না হয় আপনারা সরে যান।”

এ ঘটনার পর ইনকিলাব মঞ্চ এক সংবাদ সম্মেলনে (৮ মে, মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়) কঠোর ভাষায় সরকারের সমালোচনা করে। সংগঠনের আহ্বায়ক শরীফ ওসমান হাদী বলেন,
“আগামী তিন দিনের মধ্যে সরকারকে জানাতে হবে—কার ফোনে হামিদকে ছেড়ে দেওয়া হয়েছে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
তিনি স্বরাষ্ট্র ও ছাত্র উপদেষ্টাদের দায় স্বীকার করে পদত্যাগের আহ্বান জানান।

এদিকে, যুব অধিকার পরিষদ হামিদের দেশত্যাগের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে।

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে হত্যা মামলার আসামি হিসেবে যে অভিযোগ রয়েছে, সেটি এখনও বিচারাধীন। এই প্রেক্ষাপটে তার দেশত্যাগ আইনি ও নৈতিক প্রশ্নও উত্থাপন করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে বিচারাধীন একজন আসামিকে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হলে তা অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ও স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠছে—এটা স্পষ্ট।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222