‘সুস্থ মানুষ আ.লীগ করতে পারে না’

by Nur Alam Khan

ক্লিন ইমেজ বলে কিছু নেই, সুস্থ মানুষ আওয়ামী লীগ করতে পারে না- বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার আমলে দুইবার গুমের শিকার হওয়া বীর প্রতীকপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান।

শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আসন্ন নির্বাচনে অংশ নিতে দলটিতে থাকা ক্লিন ইমেজের নেতাদের দিয়ে আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার পাঁয়তারা করছে দলটি। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলও করেছে দলটির নেতাকর্মীরা। যার জন্য অন্তর্বর্তী সরকারের দায় দেখছেন অনেকে।

ফের রাজনীতিতে ফেরার পথ প্রশস্ত করতে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মতো নেতাদের বিবেচনা করছে বলে জানা গেছে। তবে গত বুধবার রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনার পর জোরাল হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। এবার এ নিয়েই কথা বলেছেন হাসিনুর রহমান।

হাসিনুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেন, ‘ক্লিন ইমেজ বলে কিছু নেই, সুস্থ মানুষ আওয়ামী লীগ করতে পারে না। এ ফ্যাসিস্টদের এদেশে স্থান হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ জরুরী, এরপর কঠিন বিচার জনগণের দাবি।’

সেই পোস্টের কমেন্ট বক্সে একটি মন্তব্যও জুড়ে দিয়েছেন হাসিনুর। যেখানে তিনি লিখেছেন, ‘দেশের প্রচলিত নিয়ম আওয়ামী লীগ মানে না। এরাই দেশের একমাত্র জঙ্গি রাজনৈতিক দল।’

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222