‘জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন’

by Nur Alam Khan

নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো আইনি দীর্ঘসূত্রিতার দরকার নেই। সরকারকে বলব—এই দলটিকে জানাজা ছাড়াই কবর দিন।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে তিনি দাবি করেন, যেভাবে ধর্মত্যাগ করলে একজন মুসলমান জানাজার অধিকার হারায়, ঠিক তেমনই গণহত্যা ও ফ্যাসিবাদী শাসনের কারণে আওয়ামী লীগ আর রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে না।

ববি হাজ্জাজ বলেন, অন্তর্বর্তী সরকারের সিংহভাগ ব্যক্তি এনজিও সেক্টর থেকে আসায় তারা নানা বিদেশি শক্তির তল্পিবাহক হিসেবে কাজ করছে। এদের অনেকেই আওয়ামী ফ্যাসিবাদের ১৬ বছরে খুনি হাসিনাকে একবারের জন্যও স্বৈরাচার বলার সাহস দেখায়নি৷

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222