বরগুনায় ফেসবুকে মিথ্যা মানহানিকর পোস্ট দেওয়ায় সাইবার ট্রাইব্যুনালে মামলা

by Nur Alam Khan

নিজস্ব প্রতিনিধি >>

বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের মো: দেলোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তি ফেসবুকে মিথ্যা ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন
banner

মামলার নম্বর সাইবার পিটিশন মামলা নং ৭৬/২০২৫। এতে প্রধান আসামী করা হয়েছে মো: জহিরুল মল্লিক (২৫), দ্বিতীয় আসামী করা হয়েছে তার বাবা মো: আমিনুল ইসলাম ওরফে ইউনুস মল্লিককে (৫৪)। আমিনুল ইসলাম ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির নামে মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রকাশ করেন জহিরুল মল্লিক। উক্ত পোস্টটি পরে তার বাবা ইউনুস মল্লিক নিজ প্রোফাইল থেকে শেয়ার করেন। ভুক্তভোগী আনোয়ার বর্তমানে রেলওয়ের একজন কর্মচারী।

উল্লেখ্য, আনোয়ার একজন মুক্তিযোদ্ধা সন্তান। তিনি স্থানীয়ভাবে একজন সুনামধন্য ব্যক্তি হিসেবে পরিচিত। তার ভাই দেলোয়ার হোসেন এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাইবার আইনে মামলা দায়ের করেন।

এজাহারে আরও বলা হয়েছে, আসামীরা দীর্ঘদিন যাবত এলাকার বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। তারা এলাকার চিহ্নিত সাইবার সন্ত্রাসী ও প্রতারক বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, আসামিদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা প্রভাব বিস্তার করে যাচ্ছেন এবং এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করছেন।

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল, যা স্থানীয় থানার মাধ্যমে শালিস প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও, আসামিপক্ষের গড়িমসিতে তা সম্ভব হয়নি। মামলার আবেদনপত্রে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৫(২), ২৬(২), ২৯, ৩১(২) ও ৩৩(২) ধারায় আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করা হয়েছে। বরিশালের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা গেছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222