79
আমিরুল ইসলাম লুকমান >>
পবিত্র মক্কা মোকাররমায় এক ভারতীয় নাগরিককে হজের বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
ডেইলি জং সূত্রে রোববার (১১ মে) জানা যায়, হজ নিরাপত্তা বাহিনীর তথ্য কর্নার নিশ্চিত করেছে, একটি অ্যাম্বুলেন্সে করে চারজন বাসিন্দাকে হজের অনুমতি ছাড়াই মক্কায় নিয়ে যাওয়ার চেষ্টার সময় ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
নিরাপত্তা বাহিনী আরও জানিয়েছে, ভারতীয় নাগরিকের পাশাপাশি এক মিশরীয় নাগরিককেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ পারমিটের বিজ্ঞাপন দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: ডেইলি জং।
এআইএল/