বরগুনার বেতাগীতে মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সেনা সদস্যের আঘাতে আহত ১

by Nur Alam Khan

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামে মসজিদ নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন হাজী আব্দুল লতিফ খানের ছেলে মোঃ গোলাম মোস্তফা, যিনি রিপন খান নামেও পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মাগরিবের নামাজের সময় ফারুক খান নামে একজন ব্যক্তি মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু করেন। এই তর্কের এক পর্যায়ে ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আল আমিনের সহযোগিতায় ফারুক খান, সেনা সদস্য আতিকুল ইসলাম নুমান, হাবিবুর রহমান এবং চায়না বেগম একত্রে চাপাতি ও জিআই পাইপ দিয়ে রিপন খানকে এলোপাতাড়ি কোপায়। এতে রিপন খান গুরুতর আহত হন।

বিজ্ঞাপন
banner

স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই আসাদ খান বাদী হয়ে বেতাগী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তদের মধ্যে চায়না বেগমকে গ্রেফতার করা হয়েছে, তবে অন্য অভিযুক্তরা পলাতক রয়েছেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন, “ঘটনার পরপরই মামলা হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

এন

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222