শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আয়নাল আটক

by Nur Alam Khan

মো. সোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধি >>

যশোরের শার্শায় ৩০ টি মামলার পলাতক আসামি সাবেক মেম্বার আনোয়ার হোসেন ওরফে আয়নালকে আটক করেছে পুলিশ। তিনি একাধিক জালিয়াতি মামলার আসামি এবং আদালতের রায়ে এক বছরের দণ্ডপ্রাপ্ত  আসামি।

বিজ্ঞাপন
banner

সোমবার (১২ মে) গভীর রাতে যশোর সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আনোয়ার হোসেন ওরফে আয়নাল উপজেলা বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আয়নালকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

আনোয়ার হোসেন ওরফে আয়নাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে থানায় ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলো পুলিশ। অবশেষে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম. রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ৩০ মামলার আসামিকে মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222