ইসমাইল রাহমানি, মালয়েশিয়া প্রতিনিধি >>
মালয়েশিয়ার পেরাক রাজ্যের তেলুক ইন্তানের কাছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ফেডারেল রিজার্ভ ইউনিটের (এফআরইউ) ৮ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টা ৩০ মিনিটে জালান চিকুস-সুঙ্গাই ল্যাম্পাম এলাকায় একটি পাথরবাহী ট্রাক ও এফআরইউ সদস্য বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।
পেরাক জেলা পুলিশ প্রধান এসিপি ড. বাকরি জয়নাল আবিদিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন এফআরইউ সদস্য মারা যান এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত তেলুক ইন্তান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে তেলুক ইন্তান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এফআরইউ ট্রাকটিতে মোট ১৫ জন সদস্য ছিলেন, যারা একটি দায়িত্ব পালন শেষে ফিরছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এ মর্মান্তিক দুর্ঘটনায় মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীসহ সর্বসাধারণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএ/