আশুলিয়ায় মাছের ঘের থেকে ২ মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

by Nur Alam Khan

সাভারের আশুলিয়ায় একটি মাছের ঘের থেকে মাদরাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) সকালে আশুলিয়ার বাইপাইলের শান্তিনগর এলাকার একটি মাছের ঘের থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
banner

নিহতরা হলেন, পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) ও জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা স্থানীয় একটি মাদরাসায় পড়তো বলে জানা গেছে।

পুলিশ বলছে, সকালে ওই মাছের ঘেরে পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা পুলিশে খবর দিলে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, ‘কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। লাশগুলো ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222