বর্ণাঢ্য আয়োজনে ‘যুগপূর্তি’ উদযাপন করবে ইসলামি লেখক ফোরাম

by hsnalmahmud@gmail.com

লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম প্রতিষ্ঠার ১২ বছরে পদার্পণ করেছে। সে উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘যুগপূর্তি’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২০ মে ২০২৫) রাজধানীর পুরানা পল্টনে ফোরামের নির্বাহী কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলাম।

বিজ্ঞাপন
banner

এক যুগপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, ইসলামি পত্রিকা, ম্যাগাজিন ও দেয়ালিকা প্রদর্শনী, ছোট কাগজ ও স্মারক প্রকাশ, লেখক পদক প্রদানসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এসব বাস্তবায়নে চারটি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটি দ্রুত সময়ের মধ্যে পৃথক মিটিং করে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবে।

সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কালাম আনছারী, সাংগঠনিক সম্পাদক সায়ীদ উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান জামীল, অর্থ সম্পাদক উবায়দুল হক খান, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নকীব মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, তথ্য-প্রযুক্তি সম্পাদক রেজা হাসান, আইন ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সিকান্দার, দফতর ও পাঠাগার সম্পাদক কাউসার লাবীব, নির্বাহী সদস্য মুফতি আব্দুল্লাহ তামীম, আবু সাঈদ, আবু নাঈম ফয়জুল্লাহ, নুরুদ্দীন তাসলিম, সাজ্জাদুর রহমান, তাশরিফ মাহমুদ এবং জাওয়াদ আহমদ।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222