গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ, স্পেন-যুক্তরাজ্যের কঠোর অবস্থান

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। স্পেন, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের নেতারা কড়া ভাষায় ইসরায়েলের সমালোচনা করেছেন এবং একে “গণহত্যাকারী রাষ্ট্র” হিসেবে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন
banner

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সংসদে বক্তব্যকালে বলেন, “আমরা গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না, করবো না।” কাতালান সংসদ সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ানের প্রশ্নের উত্তরে সানচেজ এই বক্তব্য দেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির মতে, এটি ইসরায়েল ইস্যুতে স্পেনের সবচেয়ে জোরালো অবস্থান।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজায় চলমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি পার্লামেন্টে বলেন, “গাজার মানুষদের অনাহারে থাকতে দিতে পারি না। নিরীহ শিশুদের ওপর চলমান বোমাবর্ষণ সহ্য করার মতো নয়।” তিনি আরও বলেন, ইসরায়েলের দেয়া সীমিত ত্রাণের অনুমতি “সম্পূর্ণরূপে অপর্যাপ্ত” এবং বিষয়টি “মেনে নেওয়া যায় না”।

এরই মধ্যে যুক্তরাজ্যের বৃহত্তম খুচরা বিক্রয় প্রতিষ্ঠান কো-অপ (Co-op) ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। কো-অপের বার্ষিক সাধারণ সভায় ৭৩ শতাংশ সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দেন। যদিও এটি এখনো বাধ্যতামূলক নয়, তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রীষ্মের শেষে তারা বিষয়টি পর্যালোচনা করবে।

এই বয়কটের প্রস্তাবে নেতৃত্ব দেওয়া সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (PSC) বলেছে, ব্রিটিশ জনগণ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বর্ণবাদী অর্থনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সংগঠনটি কো-অপকে ইসরায়েলি পণ্য সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, নেদারল্যান্ডসের হেগ শহরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আয়োজক সংগঠন অক্সফাম নোভিব দাবি করেছে, এতে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা লাল পোশাক পরে ‘রেড লাইন’ নির্ধারণের আহ্বান জানান, যার মাধ্যমে গাজায় ইসরায়েলের অবরোধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করা হয়।

গাজায় ইসরায়েলের টানা ১৯ মাসের আগ্রাসনে ৫৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি অব্যাহত অবরোধ ও হামলায় অঞ্চলটি ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে লাখো মানুষ, যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।

বিশ্ব সম্প্রদায় এ অবস্থার দ্রুত অবসান এবং অবরুদ্ধ গাজায় পূর্ণমাত্রায় মানবিক সহায়তার দাবি জানাচ্ছে। আন্তর্জাতিক মহল আশা করছে, এসব প্রতিবাদ ও কূটনৈতিক চাপ ইসরায়েলের ওপর কার্যকর প্রভাব ফেলবে এবং ফিলিস্তিনিদের রক্ষা ও সহায়তার পথ সুগম করবে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222