আ.লীগ-ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

by Nur Alam Khan

ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে সরকারি রাস্তা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে ফুলপুর পৌর শহরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

আটকরা হলেন- ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ (৩৫) ও একই উপজেলার রূপসী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আজিজুল ইসলাম (৫০)।

ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি এ তথ‍্য নিশ্চিত করে জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এর মধ‍্যে আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, আজিজুল ইসলামের বিরুদ্ধে একটি মারামারির মামলা রয়েছে। তবে এই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এছাড়াও ছাত্রলীগ নেতা দেবাশীষ তালুকদার শুভ একাধিক মামলার সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222