পদত্যাগ নয়, সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ চায় জনগণ: জমিয়ত

by Nur Alam Khan

দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুসের পদত্যাগ নয়; বরং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। পরাজিত শক্তি ও তার দোসরদের কোনো ফাঁদে পা দেওয়া হবে সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত। দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি বহুমুখী ষড়যন্ত্র চলছে। এমতাবস্থায় সরকার ও সকল রাজনৈতিক দলকে  দায়িত্বশীল আচরণ করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীর যেমন রাজনৈতিক বক্তব্য সমর্থনযোগ্য নয়, ঠিক তেমনি সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষমতায় থেকে পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়নের মানসিকতাও সমর্থনযোগ্য নয়।

শনিবার (২৪ মে) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সভায় দলের শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

পল্টনস্থ দলীয় কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহসভাপতি  মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, সহসভাপতি মাওলানা, নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল বাছির, মুফতি মুজিবুর রহমান, মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া।

উপস্থিত ছিলেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মুফতি মাস‌উদুল করিম, মাওলানা মুহাম্মদ উল্লাহ জামী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা ড. শোয়াইব আহমদ, মাওলানা কেফায়েত উল্লাহ আজহারী, আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওসারী,মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা লোকমান মাযহারী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা আবুল বাশার, মাওলানা আলী আকবর কাসেমী, মুফতি নাসির উদ্দীন খান, মুফতি জাবের কাসেমী, মাওলানা আব্দুল মালিক কাসেমী, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা জিয়াউল হক কাসেমী, মাওলানা শামসুল আরেফিন সাদী, মাওলানা গোলাম মাওলা, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি নুর মোহাম্মদ কাসেমী, মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরি, মাওলানা নজরুল ইসলাম, মুফতি মাহবুবুল আলম, মুফতি বশীরুল হাসান খাদিমানী, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী ও মাওলানা রুহুল আমিন নগরী প্রমুখ।

নেতৃবৃন্দ মায়ানমারের সাথে মানবিক করিডোর ও সুষ্ঠ পরিচালনার নামে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দেশবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ কখনোই মেনে নেবে না।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222