নারী সংস্কার কমিশনের মেয়াদ বৃদ্ধি অগ্রহণযোগ্য: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট

by Nur Alam Khan

নারী সংস্কার কমিশনের মেয়াদ বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিট।

শনিবার (২৪ মে) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা ইউনিটের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মহিলা সমাবেশে বক্তব্য দেন ইউনিট সভানেত্রী নুরুস সাবিহা।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, বিতর্কিত নারী সংস্কার কমিশনের তথাকথিত প্রতিবেদন দেশের ধর্মপ্রাণ নারী সমাজের বিশ্বাস ও সংস্কৃতির পরিপন্থী। সরকার জনগণের মতামত উপেক্ষা করে কমিশনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে—এটি অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, সরকারকে জানতে হবে, বাংলাদেশের মানুষ ধর্মভীরু। কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন বা বিদেশি এজেন্ডা এদেশের মানুষ মেনে নেবে না। আগামী প্রজন্মকে রক্ষায় বরং শিক্ষা সংস্কার কমিশন গঠন জরুরি।

সমাবেশে সালমা আক্তারকে সভাপতি, রাজিয়া বেগম ও জান্নাতুল ফেরদৌসকে সহসভাপতি করে মহানগর দক্ষিণ মহিলা ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ইমতিয়াজ আলমসহ নগর নেতৃবৃন্দ।

নুরুস সাবিহা ২৪-এর গণঅভ্যুত্থানে নারী সমাজের অবদান স্মরণ করে বলেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222