নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে: খেলাফত আন্দোলন

by Nur Alam Khan

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সেইসঙ্গে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে প্রত্যাশা করে দলটি।

রোববার (২৫ মে) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন দলটির আমির আবু জাফর কাসেমী।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। একইসঙ্গে নতুন কমিটিকে আমলে নেওয়ার আবেদনও করেছে দলটি।

তিনি আরও বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ায় এতে জনগণের ভোটের প্রতিফলন হয়নি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে। এতে জাতীয় নির্বাচনেও তাদের ভালো ভূমিকা থাকবে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222