মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

by Nur Alam Khan

রাজধানীর মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ মে) সকালে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মাহমুদুল ইসলাম। তিনি মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক।

ভুক্তভোগী বলেন, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ছয়জন দুর্বৃত্ত আমার পথরোধ করে। তারা আমার কাছে টাকা দাবি করে। টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে এবং আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এর পর উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। বর্তমানে আমার চিকিৎসা চলছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। সহকারী উপ-পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222