ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান কোরবানি, যার অন্যতম একটি দিক হলো পশুর চামড়া আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা এবং গরিব-দুঃখীদের কল্যাণে ব্যবহারের ব্যবস্থা করা। তবে গত কয়েক বছর ধরেই দেশের চামড়া শিল্প অব্যবস্থাপনা ও সমন্বয়ের অভাবে চরম সংকটে রয়েছে। এই সংকট নিরসনে এবং ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষায় ‘কওমী হাইড এন্ড স্কিন কর্পোরেশন’ নামে একটি বৃহৎ উদ্যোগ যাত্রা শুরু করেছে।
দেশের শীর্ষ আলেমদের পরামর্শ ও বারাকাত বিডির সহযোগিতায় পরিচালিত এই কর্পোরেশন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও প্রান্তিক এলাকায় কোরবানির কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজারমূল্যে বিক্রির দায়িত্ব পালন করবে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা গত দুই যুগ ধরে কাঁচা চামড়া সংগ্রহ ও বানিজ্যে সক্রিয় রয়েছেন। রয়েছে দক্ষ জনবল ও সারাদেশে শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক। তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘সুলতান ফুটওয়্যার’ ইতোমধ্যেই দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানি করছে।
বছরের লক্ষ্য: লক্ষাধিক চামড়া, মূল্য প্রায় ২০ কোটি টাকা
২০২৫ সালে লক্ষাধিক কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে সারাদেশে পাঁচ শত টন লবণ, তিন সহস্রাধিক শ্রমিক এবং ২০০-এরও বেশি নিবন্ধিত বেপারী ও প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা, সিলেট, বগুড়া, কুষ্টিয়াসহ ৩০টি জেলায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কেন্দ্র চালু হচ্ছে।
জাতীয় সম্পদ রক্ষায় ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা অপরিহার্য
প্রসঙ্গত, ২০১৯ সালে বাজার ব্যবস্থাপনার ব্যর্থতায় সারাদেশে প্রায় ৩০ লক্ষাধিক চামড়া নষ্ট হয়ে যায়। প্রতিবছরই প্রান্তিক অঞ্চলে বেপারী অনুপস্থিতির কারণে ১২%-১৮% চামড়া মাটিচাপা পড়ে। অন্যদিকে, সরকার যে মূল্য নির্ধারণ করে, তা বাস্তবে কার্যকর হয় না। ট্যানারি ও রপ্তানিকারকদের সঙ্গে সমন্বয় না থাকায় এই খাতের আর্থিক ক্ষতি হয় বহু কোটি টাকা।
এই বাস্তবতা বিবেচনায় ‘কওমী হাইড এন্ড স্কিন কর্পোরেশন’ দেশব্যাপী সচেতনতা ও সমন্বিত সংগ্রহ ব্যবস্থাপনা গড়ে তুলতে চায়।
সহযোগিতা ও দোয়ার আহ্বান
প্রতিষ্ঠানটি কওমী ঘরানার মাদরাসা, খানকা, সেবা সংস্থা, মৌসুমি বেপারী ও দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছে, যেন এই উদ্যোগের মাধ্যমে জাতীয় সম্পদ রক্ষা ও দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ভূমিকা রাখা যায়।
📞 যোগাযোগ:
📱 01711051280
📱 01880025566, 01880025565, 01880025567
📱 01868461895
হাআমা/