মদ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর অস্বীকার সৌদি সরকারের

by Nur Alam Khan

৭৩ বছর ধরে চলমান মদ নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে খবর প্রকাশ হয়েছে তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে বলছে, মুসলিমদের জন্য ইসলামী আইনে মদপান করা নিষিদ্ধ। কিন্তু গত সপ্তাহে একটি ওয়াইন বিষয়ক ব্লগের প্রতিবেদনে দাবি করা হয়, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি কর্তৃপক্ষ পর্যটন এলাকায় মদ বিক্রির অনুমতি দিতে পারে।

বিজ্ঞাপন
banner

এই প্রতিবেদনের কোনো নির্দিষ্ট উৎস উল্লেখ করা হয়নি। তবে তা আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু সৌদি আরব সরকারের একজন কর্মকর্তা ওই রিপোর্টকে প্রত্যাখ্যান করেছেন।

সৌদি আরব সম্প্রতি তেলনির্ভরতা কমাতে এবং অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করতে পর্যটক ও আন্তর্জাতিক ব্যবসা আকর্ষণের জন্য কিছু সামাজিক ও অর্থনৈতিক সংস্কার করেছে। তবে মদ সংক্রান্ত রিপোর্টটি অনলাইনে সৌদি নাগরিকদের মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) দেশটিতে ব্যাপক সংস্কার এনেছেন। এর মধ্যে ২০১৭ সালে নারীদের গাড়ি চালানোর অনুমতি, জনপরিসরে নারী-পুরুষ বিভাজনের কিছু নিয়ম শিথিল করা এবং ধর্মীয় পুলিশের ক্ষমতা হ্রাস করার মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।

সৌদি আরব এবং কুয়েত উপসাগরীয় অঞ্চলের একমাত্র দুটি দেশ, যেখানে মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে গত বছর রাজধানী রিয়াদে শুধু অমুসলিম কূটনীতিকদের জন্য একটি ‘আলকোহল স্টোর’ চালু করে দেশটি, যা এক ধরনের সীমিত পরিবর্তন হিসেবে দেখা যায়। যদিও এটা নিয়ে বিশ্বব্যাপী অনেক সমালোচনা হয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222