বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (২৯ মে) দেশব্যাপী দাওয়াতী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “ইসলামী খেলাফত প্রতিষ্ঠার শপথ” এই মূল প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মসূচির অন্যতম কেন্দ্রীয় আয়োজন ছিল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে চৌধুরীপাড়া এলাকায় আয়োজিত সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান। তিনি বলেন, “বর্তমানে যেসব সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে ইসলামী মূল্যবোধের কোনো স্থান নেই। বরং আলেম সমাজকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে। এই সংস্কার প্রকৃত অর্থে কোনো পরিবর্তন আনতে পারবে না। সত্যিকার পরিবর্তন আনতে চাইলে অবশ্যই ইসলামী নীতিমালাকে ভিত্তি করেই সংস্কার করতে হবে।”
তিনি বলেন, “আল্লাহ মানুষকে তাঁর খলিফা হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। সেই খিলাফতের দায়িত্ব পালন করতে হলে কুরআন ও সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে। রাসুল (সা.)-এর ২৩ বছরের আদর্শিক রূপ আমাদের পথ দেখায়, কীভাবে ইনসাফ, শান্তি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব। মানবতার প্রকৃত মুক্তির পথ একটিই— আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা।”
মাওলানা জাহিদুজ্জামান আরও বলেন, “আমরা প্রতিষ্ঠাবার্ষিকীকে উৎসব হিসেবে নয়, বরং প্রতিজ্ঞার দিন হিসেবে পালন করি। আজকের এই দিনে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিচ্ছি, অতীতের ধারাবাহিকতায় ইনশাআল্লাহ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”

যুব মজলিসের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশব্যাপী দাওয়াতী মিছিল
উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ মে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ও দেওবন্দী চেতনার ভিত্তিতে গঠিত এই সংগঠন দেশের তরুণ সমাজের মধ্যে ইসলামি নেতৃত্ব বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এদিন দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে দাওয়াতী মিছিল ও কর্মসূচি পালিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যায় ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা উত্তর-দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, বগুড়া, যশোর, ঝিনাইদহ, শরীয়তপুর, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, চাঁদপুর, গাইবান্ধা ও গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায়।
বক্তারা দেশের যুবসমাজকে তাগুতি ও কায়েমী স্বার্থবাদী শাসনব্যবস্থা এবং ইসলাম ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
হাআমা/