নারী কমিশনের প্রস্তাবনা শরিয়াবিরোধী: সাক্ষাৎকারে মুফতি আব্দুল হান্নান ফয়েজী

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

নারী অধিকারের নামে ইসলামি শরিয়তের বিরোধিতা করে আইন প্রণয়নের যে প্রস্তাবনা জাতীয় নারী কমিশন তুলে ধরেছে, তা চরম উদ্বেগজনক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি চ্যালেঞ্জ—মর্মে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় মুফতী বোর্ড ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুফতি আব্দুল হান্নান ফয়েজী

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, নারী অধিকার রক্ষার কথা বলে যে খসড়া আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে ইসলামি শরিয়তের মূলনীতির সঙ্গে স্পষ্ট বিরোধ রয়েছে। বিশেষ করে পরিবার, উত্তরাধিকার, বিবাহ ও তালাক সংক্রান্ত কিছু প্রস্তাবিত ধারা সরাসরি আল্লাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক।”

আজ শনিবার (৩১ মে) ৩৬ নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন তিনি।

উত্তরাধিকার বণ্টনে নারী-পুরুষের সমান ভাগ দেওয়ার প্রস্তাব প্রসঙ্গে মুফতি আব্দুল হান্নান ফয়েজী বলেন, “আল্লাহ পাক কোরআনে উত্তরাধিকারের বিধান নির্ধারণ করে দিয়েছেন। সেখানে কারও কিছু বলার সুযোগ নেই। একে পরিবর্তন বা চ্যালেঞ্জ করার মানেই হলো শরিয়া অস্বীকার করা—যা স্পষ্ট কুফরি আচরণ।”

তিনি বলেন, “বিবাহ ও তালাকের ক্ষেত্রেও অভিভাবকের অনুমতি বা শরিয়ত নির্ধারিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে আধুনিক নারীবাদী ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যা মুসলিম পারিবারিক কাঠামোর বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র।”

অনেকেই বলেন, এসব পরিবর্তন নারী-নির্যাতন কমাবে—এ বিষয়ে মুফতি হান্নান বলেন, “নারী-নির্যাতনের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ও ভারসাম্যপূর্ণ সমাধান দিয়েছে ইসলাম। নারীকে যে সম্মান, নিরাপত্তা ও অধিকার ইসলাম দিয়েছে, তা কোনো মানব-রচিত মতবাদ দিতে পারেনি এবং পারবেও না। ইসলামবিরোধী ধারা দিয়ে নারীর কল্যাণ নয়, বরং সমাজে বিশৃঙ্খলা বাড়বে।”

আইনের বিরুদ্ধে করণীয় সম্পর্কে তিনি বলেন, “ওলামায়ে কেরাম, দ্বীনদার আইনজ্ঞ ও সচেতন মুসলমানদের এই বিষয়ে একত্র হতে হবে। প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা জাতীয় মুফতি বোর্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রস্তুত করছি এবং সরকারের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছি।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নারী-পুরুষের প্রকৃতি, দায়িত্ব ও মর্যাদা ইসলাম নির্ধারণ করেছে। সরকার যদি নারীর প্রকৃত কল্যাণ চায়, তাহলে আল্লাহর বিধানের ছায়াতেই তা নিশ্চিত করতে হবে।”

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222