কাল থেকে ১১ ব্যাংকে মিলবে নতুন নকশার নোট

by Nur Alam Khan

নতুন নকশার ২০, ৫০ ও ১ হাজার টাকার ২০০ কোটি টাকা ছাড়া হচ্ছে। ১১টি ব্যাংকের মাধ্যমে এসব নোট ছাড়া হবে। আগামীকাল সোমবার থেকে গ্রাহকদের মাঝে নতুন নকশার নোট বিনিময় করবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ জুন নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত ২০, ৫০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছাড়া হবে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রাকৃতিক স্থাপনাসমূহ’ শীর্ষক এই নতুন সিরিজের নোটগুলো ধাপে ধাপে বাজারে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ডিজাইনের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত থাকা নোটগুলো চালু থাকবে। নতুন ডিজাইনের নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। এসব নোটে বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222