প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বৈঠকে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

আগামীকাল সোমবার, ২ জুন ২০২৫ খ্রিষ্টাব্দে বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার আলোচনার উদ্বোধনী বৈঠকে অংশগ্রহণ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিজ্ঞাপন
banner

প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করবেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ ৩৬ নিউজকে জানান, ‘জাতীয় ঐকমত্য কমিশন গঠনের প্রক্রিয়া এবং এর কাঠামোগত সংস্কার নিয়ে চলমান আলোচনায় দ্বিতীয় ধাপের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিশনের সংস্কারকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করবে। বিশেষভাবে একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হবে, যাতে করে সংস্কার প্রক্রিয়া কেবল রাজনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে কার্যকর বাস্তবতায় রূপ নেয়।’

দলটি মনে করে, কমিশনকে ঘিরে বিদ্যমান নানা ধরণের অস্পষ্টতা ও বিভ্রান্তি দূর না করা গেলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে না। তাই বৈঠকে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে বলবে—সংস্কার নিয়ে অনিশ্চয়তা ও গড়িমসি গ্রহণযোগ্য নয়। একটি গ্রহণযোগ্য, স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় ঐকমত্য নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট মহলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, এর আগে প্রথম দফার বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল কমিশন সংস্কার সংক্রান্ত তাদের প্রাথমিক মতামত উপস্থাপন করেছিল। দ্বিতীয় দফায় আলোচনা আরও গভীর ও কাঠামোগত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই জাতীয় ঐকমত্য ও ন্যায়ভিত্তিক সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে আসছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শুধু আলোচনায় অংশগ্রহণ নয়; বরং ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করবে তারা। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কারের অগ্রগতি নিশ্চিত করাই ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222