নিবন্ধন ফিরে পেয়ে জামায়াতে ইসলামীতে প্রাণচাঞ্চল্য, মনোহরদীতে শুকরানা মাহফিল

by hsnalmahmud@gmail.com

আব্দুল মামুদ মোহাম্মদ ইউসুফ
মনোহরদী, নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন ফিরে পাওয়ার পর দেশের বিভিন্ন স্থানের মতো নরসিংদীর মনোহরদীতেও শুরু হয়েছে গণজাগরণ ও রাজনৈতিক উচ্ছ্বাস। এই উপলক্ষে আজ পহেলা জুন রবিবার বাদ আসর মনোহরদী বাসস্ট্যান্ড জামে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ শুকরানা নামাজ ও দোয়া মাহফিল। এতে দলের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. জাহাঙ্গীর আলম।

“এই বিজয় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দায়িত্ব আরও বাড়িয়ে দিল” — মাওলানা জাহাঙ্গীর আলম

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা জাহাঙ্গীর আলম বলেন: “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়া কেবল একটি আইনি বিজয় নয়, এটি গণমানুষের দ্বীনি আকাঙ্ক্ষার প্রতি আল্লাহর রহমতস্বরূপ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইসলামপন্থী রাজনীতির পথ বন্ধ করে রাখা যায় না। এবার আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে—আমরা ইসলাম, ইনসাফ ও ন্যায়ের পক্ষে নতুন যুগের সূচনা করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,“এই জয় প্রমাণ করেছে যে, জামায়াতে ইসলামী জনগণের হৃদয়ে রয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নৈতিক মূল্যবোধ রক্ষায় আপসহীন থাকবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা দক্ষিণের আমির মাওলানা মো. সানাউল্লাহ, সেক্রেটারি মো: তাজুল ইসলাম শাহীন, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও মনোহরদী পৌর জামায়াতের আমির মো. আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বাইতুল মাল সম্পাদক মো. নজরুল ইসলামসহ অনেকেই।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222