বিকেসিএম আয়োজিত কুইজ প্রতিযোগিতার ১ম নোয়াখালীর আরাফাত

by Nur Alam Khan

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস (বিকেসিএম) ঢাকা মহানগর পশ্চিম এর উদ্যোগে আয়োজিত ‘ইতিহাসের ব্যথা থেকে আদর্শের জাগরণে শাপলার ইতিহাস’ বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জের প্রতিযোগী মুহাম্মাদ ইয়াছিন আরাফাত।

গত ৫ মে ২০২৫ সোমবার শুরু হওয়া এই কুইজ প্রতিযোগিতার সর্বশেষ সময় দেওয়া হয় ২৬ মে সোমবার পর্যন্ত। সোমবার রাত ১০ টায় ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে ১০ জনের মধ্যে ১ম স্থান অর্জন করেন নোয়াখালীর ইয়াছিন আরাফাত, ২য় স্থান অর্জন করেন বিবাড়িয়ার মো. জোবায়ের আহমদ এবং ৩য় স্থান অর্জন করেন কক্সবাজারের এমদাদ হুসাইন।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, ১ম স্থান অর্জনকারী মুহাম্মাদ ইয়াসিন আরাফাত ৮নং পৌর হাজীপুর শহীদ মিয়ার নতুন বাড়ীর জনাব মো: জাহাঙ্গীর আলম এর ছোট ছেলে। আরাফাত চৌরাস্তার দক্ষিণে আলীপুরে অবস্থিত রহমানিয়া মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222