ইউএনওর সহায়তায় বেঁচে গেলো প্রতিবন্ধী যুবক

মানবতার অনন্য দৃষ্টান্ত

by Nur Alam Khan

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি >>

নরসিংদীর মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিজ্ঞাপন
banner

গতকাল (২জুন) রাতে হাতিরদিয়া বাজারে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে অবহেলিত ও অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে অনেকেই এড়িয়ে গেলেও, ইউএনও নিজে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

তিনি যুবকটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসার সব খরচ নিজে বহন করেন।

ইউএনও বলেন, ‘তাকে রাস্তায় ফেলে রাখা মানে আমাদের বিবেককেই রাস্তায় ফেলে রাখা।’

বর্তমানে ওই যুবকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং প্রশাসনের তত্ত্বাবধানে তাকে ময়মনসিংহের ধলা ত্রিশালের সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222