ধামরাইয়ে ঘর থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার

by Nur Alam Khan

ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী ও দুই সন্তানের লাশ নিজ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) বিকেলে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, ধামরাইয়ের রক্ষিত গ্রামে মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস (৪০) তার দুই ছেলে শামীম (১৭) ও সোলাইমান (৭) কে নিয়ে প্রতিদিনের মতো রোববার রাতে নিজঘরে ঘুমিয়ে পড়েন।

সকাল গড়িয়ে দুপুর হলেও তারা দরজা না খুললে তার মেয়ে নাসরিন শ্বশুর বাড়ি থেকে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে খাটের মধ্যে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তারা ধামরাই থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ৩ জনের মরদেহ উদ্ধার করেন।

নিহতের মেয়ে নাসরিন জানান, আমি আমার মা ও ভাইয়ের মোবাইলে বারবার ফোন করলেও ফোন রিসিভ না করায় আমি দ্রুত বাড়িতে এসে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখি মা ও দুই ভাই খাটের মধ্যে পড়ে আছে। তবে কীভাবে তারা মারা গেছে- তা তিনি জানেন না বলে জানান। স্থানীয়রা জানান, এঘটনায় আমরা শোকাহত। নিহতরা অনেক ভাল মানুষ ছিল বলে জানান তারা। মা ও দুই ছেলে নিহতের ঘটনা সত্যতা স্বীকার করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222