চামড়ার ন্যায্য মূল্যের দাবি জোরালো হচ্ছে

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

ঈদুল আযহা উপলক্ষে দেশের মাদরাসাগুলো যেভাবে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে থাকে, গত কয়েক বছর ধরে এই চামড়ার মূল্য ধারাবাহিকভাবে কমে যাওয়ায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক সংকটে পড়েছে। তাই কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য পুনঃনির্ধারণ এবং চামড়া শিল্প রক্ষার দাবিতে দেশের বিভিন্ন ইসলামী উলামায়ে কেরাম, মাদ্রাসা মুহতামিম, খেলাফত আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্যান্য সংগঠন একাধিক কর্মসূচি গ্রহণ করেছে।

বিজ্ঞাপন
banner

রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে চামড়া শিল্প রক্ষা কমিটির পক্ষ থেকে মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে সরকার কর্তৃক নির্ধারিত কুরবানির পশুর চামড়ার মূল্যকে ন্যায্য না বলে পুনর্বিবেচনার দাবি জানানো হয়। বক্তারা বলেন, “আমরা লবণ চাই না, আমরা চাই ন্যায্য মূল্য।” এ সময় মুফতি আফজাল হুসাইন, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা কাউসার আহমদ সোহাইল, মাওলানা মামুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

গতকাল জামিয়া নুরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত খেলাফত আন্দোলনের জরুরি উলামায়ে কেরামের সভায় খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী সরকারের লবণযুক্ত চামড়ার দাম বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “১৫-২০ বছর আগেও গরুর কাঁচা চামড়া তিন গুণ বেশি দামে বিক্রি হয়েছে, বিশ্বব্যাপী চামড়ার দাম বেড়েছে, তবে কেন কুরবানির চামড়ার দাম কমেছে তা খতিয়ে দেখতে হবে।” তিনি সিন্ডিকেটের অবৈধ কার্যক্রম শীঘ্রই খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, “কম মূল্য হওয়ায় এতিম ও গরিবের হক ক্ষুণ্ন হচ্ছে, বিশেষ করে কওমি মাদরাসাগুলোর অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতে কিছু পতিত সরকার পরিকল্পিতভাবে চামড়ার দাম কমিয়ে মাদরাসাগুলোর আয় বন্ধের ষড়যন্ত্র করেছিল।” উলামায়ে কেরামরা সরকারের লবণ সরবরাহের সিদ্ধান্তকেও অযৌক্তিক ও অসুবিধাজনক উল্লেখ করে বলেন, “লবণ লাগানোর কাজ শিক্ষার্থীরা করতে পারবে না, গোডাউন নেই, পরিবেশ অনুকূল নয়, দীর্ঘদিন চামড়া রাখা যায় না।”

১ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে মাওলানা ইউসুফ সাদেক হক্কানী সভাপতিত্ব করেন। তিনি বলেন, “সরকার ঘোষিত দাম ন্যায্য নয়। সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে। সাভারের চামড়া শিল্প নগরী আধুনিক না হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সম্ভব নয়।” মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, “চামড়া এতিম-গরিবের হক, মূল্য কমিয়ে বিক্রি করা তাদের অধিকার হরণ।”

আন্দোলনকারীদের দাবি

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর বলেন, “বছরের পর বছর সিন্ডিকেট ও সরকারের অবহেলার কারণে চামড়া শিল্প ধ্বংসপ্রায়। কওমি মাদরাসাগুলোর অর্থনৈতিক অবস্থা মারাত্মক। দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।” ইউসুফ আহমাদ মানসুর আরো উল্লেখ করেন, “২০১৩-১৪ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয় ছিল ১,২৫৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯-২০ সালে ৭৯৭ মিলিয়নে নেমেছে, আর ২০২৩-২৪ অর্থবছরে আরও কমে ৫৮ কোটি ডলারে নেমেছে। এর পেছনে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও ভুল নীতিমালা অন্যতম কারণ।”

বাংলাদেশে ৬০% চামড়া কোরবানির ঈদে সরবরাহ হয় এবং বাকি ৪০% সারা বছর বিক্রি হয়। শত শত ট্যানারি ও হাজার হাজার মানুষের কর্মসংস্থান এই শিল্পের সাথে জড়িত। চামড়া শিল্প ছিল বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ খাত, কিন্তু অতীত সরকারের অবহেলা ও দুর্নীতির কারণে এখনো এর পূর্ণ সম্ভাবনা বাস্তবায়িত হয়নি।

সংগঠনগুলো দাবি করেছে যে, মাদরাসাগুলোর জন্য নির্ধারিত লবণ সরবরাহের সিদ্ধান্ত বাতিল করে প্রকৃত আরৎদারদের মাধ্যমে লবণ সরবরাহ করা হোক। এছাড়াও সাভারে চামড়া শিল্প নগরী আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ন্যায্য মূল্য নির্ধারণে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে, অন্যথায় দেশজুড়ে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করা হবে বলে সতর্ক করেছে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222