মোঃ নিজাম উদ্দিন স্বাধীন >>>
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি চালের আড়ত থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১ জুন) রাতে উপজেলার নূরনগর বাজারের ‘আল্লাহর দান’ নামের একটি আড়তে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
প্রতিটি বস্তায় ছিল ৩০ কেজি করে চাল। চালের বস্তাগুলোতে খাদ্য অধিদপ্তরের সিল থাকলেও সেগুলো পরিবর্তন করে বিক্রির জন্য গুদামজাত করা হয়েছিল বলে জানায় প্রশাসন।
আড়তের মালিক শাহিনুর রহমান বকুল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই চালের আড়তে অভিযান চালাই। সেখানে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাওয়া গেছে। এ কারণে আড়ত মালিককে জরিমানা করা হয়েছে।’
জব্দ করা চাল স্থানীয় কয়েকটি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শ্যামনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহিদুর রহমান বলেন, ‘সরকারি সিলযুক্ত চাল বাজারে বিক্রি বা ব্যক্তিমালিকানাধীন গুদামে রাখা বেআইনি।’
আড়ত মালিক শাহিনুর রহমান বলেন, তিনি কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর এলাকার দুজন ধান ব্যবসায়ীর কাছ থেকে এসব চাল কিনেছিলেন। প্রতিটি বস্তা ১ হাজার ২৫০ টাকা করে ৭৫ বস্তা চাল কিনতে তার খরচ হয়েছে ৯৩ হাজার ৭৫০ টাকা।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এনএ/