সিলেটে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে বিপুল সংবর্ধনা

by hsnalmahmud@gmail.com

দেশের অন্যতম প্রাচীন ইসলামী দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক প্রথমবারের মতো সিলেটে পৌঁছালে তাঁকে ঐতিহাসিক সংবর্ধনায় অভিষিক্ত করেন স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জমিয়তের সিলেট মহানগর শাখার আয়োজনে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। মহানগর সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর নেতৃত্বে শতাধিক গাড়ির মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মাওলানা ফারুক বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আমাদের আকাবির ও আসলাফদের রেখে যাওয়া আমানত। এই আমানত রক্ষা ও আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের প্রতিটি ঘরে জমিয়তের আওয়াজ পৌঁছাতে হবে। এ লক্ষ্য নিয়েই আমাদের ছড়িয়ে পড়তে হবে।”

জানা গেছে, জমিয়ত সভাপতি সেখান থেকে নিজ গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী আকুনীর উদ্দেশ্যে রওনা দেবেন। পথে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে প্রতিষ্ঠিত মাদরাসাতুল উলুমে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে স্থানীয় জনগণ। এখানে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় উলামায়ে কেরামের দায়িত্ব ও ভূমিকা’ শীর্ষক এক উলামা সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।

পরে তিনি দেশের প্রখ্যাত আলেম শায়খ আবদুল্লাহ হরিপুরী রহ. এর কবর জিয়ারত করবেন। জমিয়ত সভাপতি এবার নিজ এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় করবেন এবং ঈদের সময়কালজুড়ে বিভিন্ন মতবিনিময় সভা, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিলে দলটির সভাপতি নির্বাচিত হন বর্ষীয়ান আলেমে দীন মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222