বেতাগীতে আওয়ামী লীগের দাবার চালে বিএনপি

by Nur Alam Khan

নিজস্ব প্রতিনিধি >>

৫ আগস্টের পরে রাজনৈতিক পালাবদল হলেও বহাল তবিয়তে রয়েছেন বরগুনার বেতাগীর বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ এক নেতা।

বিজ্ঞাপন
banner

কারণ হিসেবে বিএনপির একটি সুত্র থেকে জানা যায়, নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য কৌশল হিসেবে আওয়ামী লীগের কিছু ক্ষমতালোভীদের বিএনপিতে ভিড়িয়েছেন কতিপয় নেতা।

নাম প্রকাশ না করার শর্তে বিবিচিনি ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, গত বছরের ৫ আগস্টের পরে বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: রেজাউর রহমান সাত্তার মল্লিক কিছুদিন আত্মগোপনে থাকলেও বিএনপির একটি গ্রুপের সাথে গোপনে আঁতাত করেন।

তার ভাতিজা ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো: আমিনুল ইসলাম ইউনুস মল্লিককে দিয়ে বিবিচিনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: আনিচুর রহমানের মাধ্যমে তালগাছিয়া শান্তিনগর বাজারে বিএনপির একটি অফিস করেন।

বিগত দিনে আওয়ামী লীগের যারা সাত্তার মল্লিক ও ইউনুস মল্লিকের বিরুদ্ধে ছিলো তাদের ওপরে বিএনপির নাম ভাঙিয়ে দমন-পীড়ন চালানো হচ্ছে। এতে এলাকার মানুষ অতিষ্ঠ হলেও ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।

ইউনুস মল্লিকের নামে ইতোমধ্যে একাধিক জাল জালিয়াতির মামলা, সাইবার মামলা হয়েছে। আরো অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ইউনিয়ন ছাত্রদল, যুবদলের কিছু নেতাদের ব‍্যবহার করে এখনো নানা অপরাধ করছেন দীর্ঘ ২৪ বছর ধরে বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক মো: রেজাউল রহমান সাত্তার মল্লিক। অথচ সমস্ত দুর্নাম হচ্ছে ইউনিয়ন বিএনপির।

ইতোমধ্যে সাত্তার মল্লিকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, তিনি ওয়ার্ড বিএনপির অফিসে খোশগল্প করছেন। এ নিয়ে ক্ষুব্ধ বিএনপির সাধারণ কর্মী-সমর্থকরা। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন, ‘নব‍্য বিএনপির দাপটে কোনঠাসা ত‍্যাগীরা’।

বিবিচিনি ইউনিয়ন যুবদলের এক নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান সাত্তার মল্লিক সুকৌশলে তার ছেলে বিবিচিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মনির মল্লিককে ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: আনিসুর রহমানের সাথে যোগাযোগ করিয়ে দিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করাচ্ছেন।

তিনি আরো বলেন, গত বছরের ৫ আগস্টের আগে আনিচুর রহমান প্রায় ৫০ লাখ টাকা দেনার কারণে এলাকায় না আসতে পারলেও আওয়ামী লীগ সরকারের পতনের পরে এলাকায় এসে ব্যাপক চাঁদাবাজি লিপ্ত হয়েছেন।

তিনি এখন আওয়ামী লীগের টাকায় বিবিচিনিতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করছেন বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।

ইউনিয়ন বিএনপির এক প্রবীণ নেতা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রেজাউর রহমান সাত্তার মল্লিকের নাতী বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম কবিরের চামচা হওয়ার পরেও, সুকৌশলে বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের একটি অংশের সাথে মিশে গেছেন।

তিনি আরো বলেন, বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিকের বোন বেতাগী পৌরসভায় চাকরি করেছেন, আর সাত্তার মল্লিকের নাতিও সেখানে গোলাম কবিরের পক্ষে কাজ করার জন্য সকল তথ্য সংগ্রহ করছেন।

বিবিচিনি ইউনিয়ন যুবদলের সাবেক এক নেতা বলেন, রেজাউর রহমান সাত্তার মল্লিক বিএনপির সাবেক চেয়ারম্যান আনিচুর রহমানকে চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী করার জন্য কাজ করে যাচ্ছেন।

অপরদিকে বেতাগী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: খলিলুর রহমান খানের ছেলের শ্বশুর বিবিচিনি ইউনিয়ন বিএনপির নেতা ডাক্তার মো: রেজাউল করিমের সাথে সুসম্পর্ক রেখে তাকে দিয়ে একটি গ্রুপ তৈরি করেছেন। তাকে নিয়ে চেয়ারম্যান নির্বাচন করাতেও মরিয়া সাত্তার মল্লিক।

তিনি দাবি করেছেন, বিবিচিনি ইউনিয়ন বিএনপি এখন আওয়ামী লীগের দাবার চালে পড়েছে।

তিনি আরো বলেন, সাত্তার মল্লিকের পরিবারের ৫-৬ জন লোক অত্যন্ত সুকৌশলে বিবিচিনি ইউনিয়ন বিএনপির বিভিন্ন গ্রুপের সাথে জোটবদ্ধ হয়ে যেমন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করছে, ঠিক তেমনি বিএনপিকে ধ্বংস করছে।

তিনি আরো বলেন, বেতাগীতে আওয়ামী লীগের হাজার হাজার নেতাদের নামে মামলা হলেও এখনো এলাকায় আওয়ামী লীগের প্রভাব বিস্তার করছেন রেজাউর রহমান সাত্তার মল্লিক।

তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে বিবিচিনি ইউনিয়ন বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হোক।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222