নরসিংদীতে দুর্যোগ ও ত্রাণ কমিটির সভা

by Nur Alam Khan

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী জেলা প্রতিনিধি >>

নরসিংদীতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

আজ মঙ্গলবার (৩ জুন) বিকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা যায় সেই বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় উঠে আসেন নানা ধরনের অসঙ্গতি, পর্যাপ্ত ম্যানহোল না থাকায় জলাবন্ধতা সৃষ্টি, তড়িৎ নৌযান প্রস্তুতি, যাতায়াত ব্যবস্থাপনায় উন্নতি, বজ্র নিরোধক দণ্ড স্থাপনসহ পর্যাপ্ত খাবার-ঔষধ তৈরির বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. ইউনুস মিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের শামসুজ্জামান, অতিরিক্ত পলিশ সুপার কলিমুল্লাহ, নরসিংদী ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রায়হান, নরসিংদী সদরের পিআইও মইনুল ইলসাম, রায়পুরা উপজেলা পিআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনার সদস্য ভিপি জলিল, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনার সদস্য জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. উম্মে সালমা মায়া, দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনার সদস্য বাস-ট্রাক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা তাতিঁদলের সভাপতি হুমায়ুন কবীর কামাল, জেলা জাসাস সভাপতি সারোয়ার হোসেন জন্টু। সভাপতি নিজের বক্তব্যে বলেন, নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী বলেন, দুর্যোগ পূর্ববর্তী কার্যক্রম শুরু করতে হবে। দুর্যোগের পরে সিন্ধান্ত নিয়ে কাজ করবো এমনটা নয়। আমরা পূর্ব হতেই প্রস্তুতি নিয়ে রাখবো। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ; পর্যাপ্ত খাবার ও ঔষধ সরবরাহ রাখার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে রাখা হবে। ত্রাণ সামগ্রী ও শুকনো খাবারসহ সব কিছুই প্রস্তুত রাখা হবে।

এআইএল/

 

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222