ইসলামবিদ্বেষের কারণে আমেরিকান লেখকের তীব্র প্রতিবাদ পাকিস্তানি অভিনেতার

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান >>

বিশ্বখ্যাত পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলী জাফর আমেরিকান লেখক চার্লি কার্কের ইসলামবিরোধী মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৩ জুন) ডেইলি জং সূত্রে জানা গেছে, আমেরিকান লেখক এবং রাজনৈতিক কর্মী চার্লি কার্ক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ইসলাম পশ্চিমাসভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

আলী জাফর এই পোস্টের জবাবে লিখেছেন, এই লড়াই কখনোই ইসলাম বনাম পশ্চিমাদের ছিল না, বরং ন্যায় ও অন্যায়ের লড়াই ছিল।

তিনি আরো লিখেছেন, যখন ইউরোপ অন্ধকার যুগে ছিল, তখন ইসলাম বিশ্বকে বীজগণিত, চিকিৎসা, দর্শন এবং কবিতা শিক্ষা দিয়েছে।

আজও লাখ লাখ মুসলমান পশ্চিমা বিশ্বে ডাক্তার, বিজ্ঞানী, শিল্পী এবং সাধারণ নাগরিক হিসেবে বাস করে পশ্চিমা বিশ্বের নির্মাণ ও উন্নয়নে সহায়তা করছে।

তিনি আরো লিখেছেন, দুবাই এবং উদীয়মান সৌদি আরবের মতো শহরগুলি প্রমাণ করেছে, শান্তিপূর্ণ সহাবস্থান কেবল সম্ভবই নয় বরং ইতোমধ্যে বাস্তবায়িত হচ্ছে। পুরানো আখ্যানটি পুরানো হয়ে গেছে, এখন এগিয়ে যাওয়ার সময়।

গায়ক আরো লিখেছেন, সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই।

তিনি লিখেছেন, সন্ত্রাসবাদকে ইসলামের সাথে যুক্ত করাটাই একটা সন্ত্রাসবাদী কার্যক্রম। ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসবাদকে ইসলামের সাথে যুক্ত করা হচ্ছে, যাতে অ্যাপল কোম্পানির কথা শুনলে যেমন আপনি উদ্ভাবনের কথা ভাবেন, তেমনি ইসলামকেও এমন নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে যাতে ইসলাম সম্পর্কে শুনলে আপনি আতঙ্কিত হয়ে পড়েন।

আলী জাফর লিখেছেন, এসব সত্য নয় বরং ইসলামের বিরুদ্ধে অপপ্রচার। তাই এই অপপ্রচার পাঠের পরিবর্তে ইসলামের ইতিহাস পাঠ করুন।

সূত্র: ডেইলি জং।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222