২৭ লাখ বেকারের ব্যাপারে কোনো ঘোষণা নেই বাজেটে: রাশেদ খান

by Nur Alam Khan

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেকারদের জন্য আলাদা কোনো ঘোষণা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

বুধবার (৪ জুন) সকালে রাজধানীর পুরানা পল্টনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

রাশেদ খান বলেন, ২৭ লাখ বেকারের জন্য আলাদা কোনো ঘোষণা নেই বাজেটে। দারিদ্র্য দূরীকরণে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার।

তিনি আরও বলেন, আওয়ামী আমলে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে তাদের সুযোগ সুবিধা বাড়ানো হতো। এই বাজেটেও তা দেখা যাচ্ছে।

মুহাম্মদ রাশেদ খান আরো বলেন, উপদেষ্টা পরিষদের অদক্ষতায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আগে বাজেট নিয়ে বিতর্ক বা মতামত দেওয়ার সুযোগ থাকলেও এবার তা নেই। এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222