বেতাগীতে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত

by Nur Alam Khan

মো: নিজাম উদ্দিন স্বাধীন >>

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে মঙ্গলবার (৩ জুন) দুপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতাগী অংশে ঝড়ো হাওয়ার মধ্যে চলন্ত অটো রিকশার উপর গাছ উপড়ে পড়ে। এতে অটোরিকশা বিধ্বস্ত হয়ে তিনজন যাত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৩ জুন) দুপুর একটার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। প্রায় আধাঘণ্টা ধরে চলে এ তাণ্ডবলীলা। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছ ভেঙ্গে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঝড় শুরু হলে সড়কের পাশের পুরনো গাছ ভেঙে পড়ে একটি অটোরিকশার ওপর। এতে অটোরিকশার একাধিক যাত্রী আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঝড়ের কারণে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সড়কের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম (৫৩) বলেন, ‘ঝড়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক স্থানে মেহগনি, রেইনট্রিসহ বিভিন্ন গাছ ভেঙে পড়েছে।

বেতাগী ফায়ার সার্ভিসের একটি দল ঝড়ের পরপরই সড়কের উপর পড়া গাছগুলো কেটে অপসারণ করে দেয়। কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় বিকেলে স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা গেছে।

এ বিষয়ে বেতাগী ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল লতিফ হাওলাদার বলেন, ঝড় শুরু হওয়ার পরপরই আমরা খবর পায়। তাৎক্ষণিকভাবে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে। বিভিন্ন সড়কের ওপরে পড়ে থাকা গাছ কেটে অপসারণ করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের সময় বিশেষ করে কালবৈশাখী ঝড় শুরু হলে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শন করেছি। ইতোমধ্যে ভেঙ্গে পড়া গাছগুলো কেটে অপসরণ করে যান চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222