৭ মাসে ঘোড়ায় চড়ে মক্কায় পৌঁছালেন তিন স্প্যানিশ হজযাত্রী

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

মক্কায় হজ পালনের জন্য সমবেত লাখো মানুষের মাঝে আলাদা করে নজর কেড়েছেন তিন স্প্যানিশ মুসলিম। ব্যতিক্রমী এক যাত্রায় তাঁরা আন্দালুসিয়া (দক্ষিণ স্পেন) থেকে ঘোড়ায় চড়ে প্রায় ৬ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছেছেন মক্কায়। এই দীর্ঘ সফরে তাঁরা অনুসরণ করেছেন এক ঐতিহাসিক রুট, যা ৫০০ বছর আগে আন্দালুসীয় মুসলিমরা ব্যবহার করতেন।

বিজ্ঞাপন
banner

চারজন শুরু করলেও পৌঁছেছেন তিনজন

এই দুঃসাহসিক যাত্রায় অংশ নিয়েছিলেন আবদেলকাদির হারকাসি আইদি, তারেক রদ্রিগেজ, আবদাল্লাহ রাফায়েল হেরনান্দেজ মানচা এবং মোহাম্মদ মেসবাহি। যাত্রার শুরুতে দুটি ঘোড়ার অসুস্থতার কারণে মেসবাহিকে ফিরে যেতে হয়। বাকি তিনজন অবিরাম পথ চলেন।

ইসলামের প্রতি প্রতিশ্রুতি থেকেই যাত্রা

২০২৪ সালের অক্টোবরে স্পেনের আলমোনাস্তার লা রিয়াল নামক একটি পুরনো মসজিদ থেকে যাত্রা শুরু করেন তাঁরা। দলের অন্যতম সদস্য হেরনান্দেজ মানচা একসময় ইতিহাসের শিক্ষক ছিলেন। ৩৬ বছর আগে কঠিন এক পরীক্ষায় সফল হয়ে ইসলাম গ্রহণের প্রতিজ্ঞা করেছিলেন তিনি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই যাত্রা।

পতাকা তুলে ধরে যাত্রার সূচণা। ছবি: দ্য ন্যাশনাল

সৌদি প্রবেশে জটিলতা ও সৌজন্য আতিথেয়তা

সৌদিতে প্রবেশে কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হয়। ঘোড়াগুলোকে রিয়াদে রেখে মদিনা যাওয়ার নির্দেশ আসে। সৌদি কর্তৃপক্ষ তাঁদের ফ্লাইট ও বিলাসবহুল আতিথেয়তা নিশ্চিত করে। পরে তাঁরা মদিনা থেকে মক্কায় পৌঁছান।

চ্যালেঞ্জে ভরা যাত্রাপথ

যাত্রার আগে ঘোড়া প্রশিক্ষণ এবং অর্থ সংকট ছিল বড় চ্যালেঞ্জ। চার বছর ধরে প্রস্তুতি নিয়ে তাঁরা আরব বংশোদ্ভূত খুজেস্তানি ঘোড়া সংগ্রহ করেন। প্রতিদিন গড়ে ৪০ কিলোমিটার পথ অতিক্রম করতেন। নিজেরাই রান্না করতেন, রাতে থাকতেন তাঁবুতে। অর্থ সংকটে পড়ে বহুবার স্থানীয়দের সহায়তায় চলতে হয়েছে।

ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য—সবখানেই মানুষের সহানুভূতি

ফ্রান্স ও ইতালিতে তাঁরা অশ্বারোহী ক্লাবে আশ্রয় পান। ইতালির ভারোনায় এক সৌদি ইনফ্লুয়েন্সার তাঁদের একটি ক্যারাভান উপহার দেন। বসনিয়া, সার্বিয়া, তুরস্ক হয়ে তাঁরা পৌঁছান সিরিয়া ও জেরুজালেম হয়ে সৌদি আরবে। বসনিয়া-হার্জেগোভিনা ও সারায়েভোর মুসলিম সমাজ তাঁদের উদার আতিথেয়তা দিয়ে মুগ্ধ করে।

নিজের ঘোড়ার সঙ্গে স্প্যানিশ দলটির অন্যতম সদস্য আবদাল্লাহ রাফায়েল হেরনান্দেজ মানচা। ছবি: দ্য ন্যাশনাল

‘এটা শুধু হজ নয়, প্রতিনিধি হয়ে আসা’

হারকাসি আইদি বলেন, “এই অসম্ভব যাত্রা আল্লাহর কৃপায়ই সম্ভব হয়েছে। আমরা শুধু হজ করতে আসিনি, আমাদের স্প্যানিশ মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতেও এসেছি।”

শেষটা আনন্দের হলেও রয়ে গেছে মৃদু বেদনার ছাপ

এই ঐতিহাসিক সফরের পর ঘোড়াগুলোকে তাঁদের সঙ্গে ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে ঘোড়াগুলোর নিরাপদ ও উন্নত রক্ষণাবেক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই যাত্রা আধুনিক সময়ের এক দুর্লভ আত্মত্যাগ ও সংকল্পের নিদর্শন হয়ে থাকবে।

সূত্র : দ্য ন্যাশনাল 

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222