হাসান আল মাহমুদ >>
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কচুয়া উপজেলার সাধারণ মানুষের ঈদে বাড়ি ফেরা নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট। যানবাহনের অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে রাখতে এবং যাত্রীসেবাকে সহজ করতে বুধবার এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
মোবাইল কোর্টে সহযোগিতা করে কচুয়া থানার একটি বিশেষ পুলিশ দল। অভিযানে বাস ও সিএনজি অটোরিকশায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাচাই করা হয়। অধিকাংশ যাত্রী জানিয়েছেন, ভাড়া এখনো নিয়মিত সীমার মধ্যে রয়েছে, তবে পর্যাপ্ত বাস না থাকায় এবং দীর্ঘ বিরতিতে বাস চলাচলের কারণে যাত্রা কিছুটা দুরূহ হয়ে উঠেছে।
অভিযোগের ভিত্তিতে পরিবহন মালিক ও চালকদের সঙ্গে কথা বলেন মোবাইল কোর্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তারা জানান, বাসের সংখ্যা কমানো হয়নি; বরং ঈদের সময় অতিরিক্ত যানজট ও সড়কজটের কারণে স্টপেজে সময়মতো বাস পৌঁছাতে পারছে না।
তবে গৌরিপুর এলাকা থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগের প্রেক্ষিতে এক সিএনজি চালককে ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় মোবাইল কোর্টের পক্ষ থেকে চালক ও পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়, ঈদযাত্রায় যাত্রীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে এবং নিয়মিত ভাড়ায় সেবা দিতে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগের দিনগুলোতেও নিয়মিতভাবে মোবাইল কোর্ট কার্যক্রম চলবে এবং যাত্রীসেবায় শৃঙ্খলা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হাআমা/