আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৪ জুন ২০২৫, বুধবার) চাষাড়ার ড্রিংক অ্যান্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগরের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব।
সভায় উপস্থিত ছিলেন মহানগরের সহ-সভাপতি আলহাজ্ব আবু সাঈদ মোল্লা, মুফতি রশীদ আহমদ, জনাব নূর আলম, মুফতি মাহাদী বিন ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় আলেম-উলামারা। তারা সবাই আসন্ন নির্বাচনে রিকশা প্রতীকে হাফেজ মাওলানা আবু সাঈদকে প্রার্থী করার প্রস্তাব দেন এবং তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।