মোঃ নিজাম উদ্দিন স্বাধীন >>
বরগুনায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা এলাকার সোনার বাংলা ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আবদুল মান্নান (৬৫) জানান, তার বসতঘরের সামনে একদল সন্ত্রাসী জমি ছাড়ার দাবিতে প্রথমে তর্কে লিপ্ত হয়, পরে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা, ডেগার, লোহার রড ও বাসের লাঠি ব্যবহার করে হামলা চালায়। এতে মান্নান ও তার স্ত্রীসহ অন্তত ৬ জন আহত হন। একজনের ডান কানে গুরুতর আঘাত লাগে এবং অপর একজনের হাত ভেঙে যায়।
অভিযোগে যাদের বিরুদ্ধে নাম উঠে এসেছে তারা হলেন—সেলিম রেজা (৫০), হাবিবুর রহমান (৫০), সজিব (৩০), রফিক ও ইব্রাহিমসহ অজ্ঞাত আরও ৫–৭ জন। অভিযুক্তদের বাড়ি বেতবুনিয়া ও লাকুরতলা গ্রামে।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, হামলার সময় একজোড়া স্বর্ণের কানের দুল (৮ আনা, মূল্য প্রায় ৬৫ হাজার টাকা) ও ১০ আনা ওজনের একটি চেইন (মূল্য প্রায় ১ লাখ টাকা) ছিনতাই করা হয়।
আহতরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে, অভিযোগ অনুযায়ী, হাসপাতালের জরুরি বিভাগেও হামলার চেষ্টা হয়। সেখানে সজিব নামের একজন আহত ভুক্তভোগীকে ঘুষি মেরে দাঁত ভেঙে দেয় বলেও অভিযোগ করা হয়।
আবদুল মান্নান অভিযোগ করেন, “ঘটনাটি পূর্বপরিকল্পিত। এর পেছনে জমির দখল নেওয়ার গভীর ষড়যন্ত্র রয়েছে। আমি আইনের আশ্রয় নিচ্ছি ও ন্যায়বিচার চাই।”
বিষয়টি নিয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, “ঘটনা শুনেছি। আহতদের দেখতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
হাআমা/