খুলনায় নতুন নোট পায়নি কোন ব্যাংক, গ্রাহকদের ক্ষোভ

by Nur Alam Khan

মোঃ নিজাম উদ্দিন স্বাধীন >>>

ঈদ মানেই বাঙালির কাছে নতুন টাকার সালামি। গত পাঁচ দশক ধরে ঈদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে চকচকে নতুন নোট। তবে টানা দ্বিতীয় ঈদে খুলনায় নতুন টাকা সরবরাহ না হওয়ায় চরম হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন সাধারণ গ্রাহকরা।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ১ জুন থেকে বাজারে নতুন মুদ্রিত নোট ছাড়লেও এখনও তা খুলনায় পৌঁছেনি। ফলে নগরীর কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক নতুন নোট পায়নি। ব্যাংকগুলো গ্রাহকদের সেই নোট সরবরাহ করতে না পারায় পুরো এলাকায় নতুন টাকার সংকট দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ব্যাংকিং) মনজুর রহমান গণমাধ্যমকে জানান, “৪ জুন বিকাল ৫টা পর্যন্ত আমাদের কার্যালয়ে নতুন কোনো নোট পৌঁছেনি। তাই আমরা কোনো তফসিলি ব্যাংককে নতুন টাকা দিতে পারিনি।”

অগ্রণী ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মশিউল ইসলাম বলেন, “নতুন নোট নিয়ে সবসময়ই মানুষের আগ্রহ থাকে। এবারও আমরা চাহিদা দিয়েছিলাম, কিন্তু নতুন মুদ্রিত নোট পাইনি।”

নগরীর বিভিন্ন ব্যাংকে ঘুরে ঘুরে নতুন নোট না পেয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বহু গ্রাহক। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন। বাংলাদেশ ব্যাংকের সামনেও আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে ভিড় করতে দেখা গেছে অনেককে। তবে কেউ নতুন নোট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

প্রতিবার ঈদে বাংলাদেশ ব্যাংকের সামনে ভ্রাম্যমাণভাবে পুরাতন নোট বদলে নতুন টাকা বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করেন, তারাও পড়েছেন চরম বিপাকে। টানা দুই ঈদে নতুন নোট না আসায় অনেকের এই ব্যবসাই প্রায় বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধুর ছবি সংবলিত সব ধরনের টাকা ও মুদ্রা ছাপানো বন্ধ করে দেয়। একই সঙ্গে পূর্বে ছাপানো কিছু নতুন নোট বাজারে ছাড়া থেকেও বিরত থাকে কেন্দ্রীয় ব্যাংক। ফলে বাজারে পুরোনো, ছেঁড়া এবং ময়লা নোটের আধিক্য দেখা দেয়।

ঈদের সময় এমন পরিস্থিতি ভোগান্তি বাড়িয়েছে সাধারণ মানুষের। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদকে সামনে রেখে খুলনায় দ্রুত নতুন নোট সরবরাহ না করা হলে এই দুর্ভোগ আরও বাড়বে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222