বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরী উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন করবেন। দলীয় সূত্রে জানা গেছে, আমীর, মহাসচিবসহ শীর্ষস্থানীয় নেতারা নিজ নিজ অবস্থান থেকে ঈদের জামাতে অংশ নেবেন এবং দলের নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সৌদি আরবে ঈদ উদযাপন
আমীরে মজলিস মাওলানা মামুনুল হক (হাফি.) বর্তমানে হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব সফররত। তিনি পবিত্র মক্কা নগরীতেই ঈদ উদযাপন করবেন এবং সেখানে অবস্থানরত দলের নেতাকর্মী ও প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক-ও মক্কায় অবস্থান করছেন এবং সেখানেই ঈদ উদযাপন করবেন।
ঢাকায় ঈদ উদযাপন
সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ ঢাকার লালবাগে ঈদের নামাজ আদায় করবেন এবং ইসলামবাগস্থ বাসায় থেকে নেতাকর্মী ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ঢাকায় ঈদের নামাজ আদায় করে নিজ নির্বাচনী এলাকা শরীয়তপুরের জাজিরায় যাবেন।
নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রাব্বানী ঢাকার ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন এবং পরে সাভারে নিজ প্রতিষ্ঠিত মাদরাসায় যাবেন।
যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি ও অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান ঢাকাতেই ঈদ উদযাপন করবেন।
সাংগঠনিক সম্পাদকগণ—মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সালা আহমদ এবং মাওলানা আবু সাঈদ নোমান—ঢাকাতেই ঈদ পালন করবেন।
সিলেট বিভাগ
নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী ঐতিহ্যবাহী সিলেট শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন এবং পরে জেলা কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মিলিত হবেন।
নায়েবে আমীর মাওলানা শাহিনুর পাশা চৌধুরী ঈদের নামাজ শেষে সুনামগঞ্জের বন্যাদুর্গত জগন্নাথপুর ও শম্ভুগঞ্জ এলাকায় যাবেন।
যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল আজীজ সিলেটের বিয়ানীবাজারে নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন এবং এক সপ্তাহ অবস্থান করে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
মাওলানা আবুল হাসানাত জালালী সিলেটের গোয়াইনঘাটে ঈদ উদযাপন করবেন।
অন্যান্য জেলা
যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন ফরিদপুরের বোয়ালমারীতে ঈদের নামাজ আদায় করে কুরবানির গোশত বিতরণ করবেন।
যুগ্ম-মহাসচিব মাওলানা শরীফ সাঈদুর রহমান খুলনায় ঈদের নামাজের ইমামতি করবেন এবং বাসায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
মাওলানা এনামুল হক মূসা ফেনীর সোনাগাজীতে, মাওলানা মুহসিনুল হাসান ব্রাহ্মণবাড়িয়ায়, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম হবিগঞ্জের মাধবপুরে, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জের তাড়াইলে ঈদ উদযাপন করবেন।
হাআামা/