পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার কথা বিবেচনায় নিয়ে মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা ও রান্না করা মাংস পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রোববার (৮ জুন) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেল স্টেশনের প্রতিটি প্রবেশপথে যাত্রীদের তল্লাশি করা হবে। কোনো যাত্রীর কাছে কাঁচা বা রান্না করা মাংস কিংবা কোরবানির পশুর চামড়া পাওয়া গেলে তাকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে ঈদের ছুটি শেষে রোববার সকাল ৮টা থেকে আবার চালু হয়েছে মেট্রোরেলের চলাচল। বর্তমানে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলাচল করছে।
সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এনএ/