শ্বশুরবাড়ি পৌঁছাল না কোরবানির মাংস, দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

by Nur Alam Khan

ঈদের দিনে যখন সারাদেশে আনন্দ-উৎসবের আমেজ, ঠিক তখনই বিষাদের ছায়া নেমে এসেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক পরিবারে। শ্বশুরবাড়িতে কোরবানির মাংস পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই—সৌদি ফেরত বড় ভাই সাহেদ হোসেন সুমন (২৬) ও ছোট ভাই রুমন আহমদ (২৪)।

শনিবার (৭ জুন) বিকেলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান বড় ভাই সুমন। গুরুতর আহত হন রুমন। পরে রাত সাড়ে ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন
banner

নিহত দুই ভাই বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। বড় ভাই সুমন সৌদি আরব প্রবাসী ছিলেন। দেশে ফিরে কিছু মাস আগেই বিয়ে করেন। কোরবানির ঈদে শ্বশুরবাড়িতে মাংস পৌঁছে দেওয়ার সময়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের বিকেলে মোটরসাইকেলে ছোট ভাই রুমনকে নিয়ে দক্ষিণভাগের দিকে রওনা হন সুমন। কাঠালতলী এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সুমন মারা যান এবং রুমন গুরুতর আহত হন।

স্থানীয়রা রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে তাকে পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, কিন্তু শেষরক্ষা হয়নি।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নিউটন দত্ত জানান, “ঘটনাস্থল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাইভেট কারটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, “এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গাড়িচালককে গ্রেপ্তারে অভিযান চলছে।”

এই মর্মান্তিক ঘটনায় শুধু পরিবার নয়, স্তব্ধ হয়ে গেছে পুরো মহুবন্দ গ্রাম। দুই যুবকের মৃত্যুতে ঈদের আনন্দ এক নিমিষেই বিষাদে পরিণত হয়েছে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222