আবারও করোনায় আক্রান্ত নেইমার

by Nur Alam Khan

ফিরে আসার গল্পটা যেন আরও জটিল হয়ে উঠছে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের জন্য। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তার বর্তমান ক্লাব সান্তোস।

রোববার (৮ জুন) এক বিবৃতিতে সান্তোস জানায়, বৃহস্পতিবার (৫ জুন) থেকে একটি ভাইরাল অসুস্থতায় ভোগার পর নেইমার জুনিয়রকে পর্যবেক্ষণ করে ল্যাব পরীক্ষার নির্দেশ দেয় ক্লাবের মেডিকেল টিম। পরীক্ষার ফলে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।

বিজ্ঞাপন
banner

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই নেইমার ক্লাবের সব ধরনের কার্যক্রম থেকে বিরত আছেন। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপসর্গভিত্তিক চিকিৎসা নিচ্ছেন।

৩৩ বছর বয়সী নেইমারের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। সৌদি আরবের আল-হিলালে চোটের কারণে প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে কাটিয়ে নিজ শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন তিনি। তবে ফর্ম, ফিটনেস আর ইনজুরির সঙ্গে লড়াই করেই কাটছে তার সময়।

নেইমার সান্তোসে ফিরে এসে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত মাত্র ১২টি ম্যাচ খেলেছেন। প্রতিটি ম্যাচেই তাকে ফিটনেস ও চোটের সঙ্গে সংগ্রাম করতে দেখা গেছে। এর মধ্যে গত সপ্তাহে বোটাফোগোর বিপক্ষে ম্যাচে ইচ্ছাকৃত হ্যান্ডবলের মাধ্যমে গোল করতে গিয়ে লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন।

সান্তোস সমর্থকদের প্রত্যাশা ছিল, নেইমারের ফিরে আসা ক্লাবের জন্য হবে নতুন উদ্দীপনার উৎস। কিন্তু বাস্তবে তার ফর্ম, ইনজুরি এবং এখন করোনায় আক্রান্ত হওয়ার খবরে নতুন করে উদ্বেগের মুখে পড়েছে ক্লাব কর্তৃপক্ষ।

সান্তোস কর্তৃপক্ষ জানিয়েছে, নেইমারের দ্রুত সুস্থতা কামনায় তারা প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ও সহায়তা দিয়ে যাচ্ছেন। তবে তিনি কবে নাগাদ মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময়সূচি জানায়নি ক্লাব।

নেইমারের দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্তরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তার দ্রুত আরোগ্য কামনায় হাজারো শুভকামনা বার্তা ভেসে উঠেছে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222