দেশ ছেড়ে সিঙ্গাপুর গেলেন শেখ হাসিনার চাচা শেখ কবির

by hsnalmahmud@gmail.com

প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নেওয়া শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়ে সিঙ্গাপুরে গেছেন। রবিবার (৮ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন।

ইমিগ্রেশন পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্র তার বিদেশযাত্রার বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

আওয়ামী লীগ সরকারের সময়ে আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন শেখ কবির। তিনি দলটির শাসনামলে ২৩টিরও বেশি প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের শীর্ষপদে দায়িত্ব পালন করেন।

২০১১ সাল থেকে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে বিআইএর নেতৃত্ব নির্বাচন প্রায় স্থবির হয়ে পড়েছিল—দুই বছর মেয়াদি কমিটির নিয়মিত নির্বাচনও অনুষ্ঠিত হয়নি।

শেখ কবির হোসেনের বিদেশ গমনের বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের ডিআইজি মোয়াজ্জেম হোসেন বলেন, “রোববার সকালে তিনি একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন।” তবে তার বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কি না—এ প্রশ্নে তিনি মন্তব্য করতে রাজি হননি।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222