আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী
নরসিংদীর মনোহরদী উপজেলার শেখেরটেক গ্রামে হয়ে গেল ‘মিনিফুটবল আনন্দ উৎসব ২০২৫’-এর পঞ্চম আসর। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে শনিবার বিকেলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার মাঠ, আশপাশের এলাকা এবং দর্শকদের উচ্ছ্বাস—সব মিলিয়ে যেন ছোটখাটো এক উৎসব।
ফাইনালে মুখোমুখি হয় ডাইনামিক ফাইটার্স ও বর্ণমালা সেভেন স্টার। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। পরে ট্রাইব্রেকারে জয় পায় ডাইনামিক ফাইটার্স।
প্রধান অতিথি ছিলেন শেখের বাজারের ব্যবসায়ী মোস্তুফা কামাল। তিনি বলেন, ‘এই এলাকার ছেলেরা অনেক প্রতিভাবান। এমন আয়োজন তাদের সঠিক পথে এগিয়ে যেতে উৎসাহ দেয়।’
মো. আতিকুর রহমানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের শেখের বাজার শাখার এজেন্ট ব্যাংকিং প্রতিনিধি মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা নজরুল ইসলাম মিন্টু, মো. তারা মিয়া, বোরহান উদ্দিন ও মো. নূরুল আমিন।
আয়োজক কমিটিতে ছিলেন মো. সানজিদ আহামেদ সোহাগ, মোহাইমিনুল ইসলাম শুভ, শাখাওয়াত হোসেন, মিজানুর রহমান, আনোয়ার হোসেন মঞ্জু, জাহিদ হাসান ও মাজহারুল ইসলাম জোনাইদ।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কার দেন আয়োজকরা।
স্থানীয় যুবকদের জন্য এমন আয়োজন শুধু বিনোদনেরই নয়, বরং তাদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও নেতৃত্ব তৈরির ক্ষেত্র হিসেবেও বিবেচিত হচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, পরবর্তী আসর আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এনএ/