বিশ্বস্ত ও যোগ্য নেতৃত্ব ছাড়া আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: জমিয়ত

by hsnalmahmud@gmail.com

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাইলে নেতৃত্বের গুণগত পরিবর্তন অপরিহার্য। বিশ্বস্ত ও যোগ্য নেতৃত্ব ছাড়া আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

নেতৃবৃন্দ আরো বলেছেন,জমিয়তের ইতিহাস আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস। সুতরাং যারা আগামীতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করতে আসবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনে আবারো লড়াই করতে হবে।

বিজ্ঞাপন
banner

আজ মঙ্গলবার (১০ জুন) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কাউন্সিল অধিবেশনে জমিয়ত নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি খতিবে বাঙ্গাল মাওলার জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানীর পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন সংলগ্ন হোসাইন টাওয়ার মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী।

জেলা কমিটি ঘোষণা করেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।

কাউন্সিলে আরো বক্তব্য রাখেন, হেফাজত ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মহসিনুল হাসান, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি বশির আহমদ, মাওলানা সগীর আহমদ, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা সাইফুল্লাহ সাদী ও মাওলানা এমদাদুল্লাহ হাবিবী প্রমুখ।

মাওলানা এহসানুল্লাহকে সভাপতি, মাওলানা গাজী ইয়াকুব উসমানীকে সিনিয়র সহ-সভাপতি, মুফতি বশীর আহমদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়তের কমিটি গঠিত হয়।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222