যাদের সৎ সাহস আছে, তারাই ইসলামী রাজনীতি করতে পারে: মাওলানা ইউসুফী

by hsnalmahmud@gmail.com

যাদের সৎ সাহস আছে, তারাই ইসলামী রাজনীতি করতে পারবে। যারা সৎ সাহস নিয়ে কাজ করে আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ আসবে। ইনশাআল্লাহ। ৯২ভাগ মুসলমানের দেশে কোন পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্যই নারী বিষয়ক কমিশন গঠন করেছে। এদেশের তৌহিদীজনতা তা বাস্তবায়ন হতে দিবে না।

আজ মঙ্গলবার (১০ জুন) ছাত্র জমিয়ত হবিগঞ্জ জেলার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলার সভাপতি ওয়াসিক বিল্লাহ হিব্বানের সভাপতিত্বে হবিগঞ্জ পৌর সাইফুর রহমান হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো বক্তব্য রাখেন জমিয়ত হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মাসরুরুল হক,যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক ও মাওলানা এখলাছুর রহমান রিয়াদ প্রমুখ।

মাওলানা ইউসুফী আরও বলেন, নির্বাচন যত তাড়াতাড়ি হবে, দেশের কল্যাণ তত বেশি হবে। তাই দেশের স্বার্থে জনগণের কল্যাণে দ্রুত নির্বাচন দিতে হবে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222